ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দোহারে বন্যার্তদের সহায়তায় নৌবাহিনী

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৩, ২০ আগস্ট ২০২০

ঢাকার দোহার উপজেলার বন্যাদুর্গত এলাকায় খাদ্য ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিলাসপুর ও মাহমুপুর ইউনিয়নের চার শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা সামগ্রী প্রদান করা হয়। 

সহায়তায়ে রয়েছে চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি।

এ সময় বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে শিশুখাদ্য প্রদান করেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন, নৌবাহিনীর লে. কমান্ডার এম সোলায়মান কবির, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল সাঈদ, বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি প্রমুখ। 

এআই//এমবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি