ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৭, ২০ আগস্ট ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নারকেল গাছ থেকে পড়ে নাঈম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকায় মৃত বাবুল মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, নাঈম তার প্রতিবেশী নওশাদ মৃধার বাড়ির একটি নারকেল গাছে ওঠে নারকেল পাড়ার সময় ছিটকে নিচে পড়ে যান। পরে লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। পরে ঢাকা যাওয়ার পথে সে মারা যায়।

এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি