ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৫, ২০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের চাপায় হানিফ মিয়া (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুরের মুক্তার মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হানিফ তার এক নিকট আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে কুমারশীল মোড় থেকে কাউতলী মোড়ে যাচ্ছিল। 

পথিমধ্যে স্টেডিয়াম এলাকায় পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়া। এসময় পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া ১নং শহর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান,এঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক মাইক্রোবাসটিকে সনাক্তের জন্য চেষ্টা চলছে।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি