ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ডুগডুগি থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৪, ২০ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি এলাকা থেকে ৩৫০ পিস ইয়াবাসহ মিলন শেখ (৩০) নামে এক মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেফতারকৃত মিলন শেখ দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর উত্তরপাড়ার জুড়ান শেখের ছেলে।  

র‌্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে  চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি এলাকার বাদলের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারী মিলন শেখকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবাসহ ১টি মোবাইল সেট ও ২টি সীম কার্ড উদ্ধার করা হয়। 

এদিকে, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতকে জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি