ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সরস্বতীতে ডুবে উর্মিলার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৮, ২০ আগস্ট ২০২০

নিহতের লাশ

নিহতের লাশ

সিরাজগঞ্জের সলঙ্গায় সরস্বতী নদীর পানিতে ডুবে উর্মিলা রানী হালদার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল হালদার পাড়া গ্রাামে এ ঘটনা ঘটে। নিহত নারী ঐ গ্রামের চন্ডি চরণ হালদারের স্ত্রী।

স্থানীয় ও স্বজনেরা জানায়, উর্মিলা রানী হালদার সকালে বাড়ির পাশে সরস্বতী নদীতে কাপড় পরিস্কার করতে যায়। কিন্তু বেলা ১১টা পার হয়ে গেলেও তিনি ঘরে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকে। পরে তার ১২টার দিকে তার লাশ নদীর পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড মো: তাজুল হুদা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি