ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নড়াইলে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:০৪, ২০ আগস্ট ২০২০ | আপডেট: ২৩:০৮, ২০ আগস্ট ২০২০

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চরআড়িয়ারা গ্রামে মধুমতি নদীতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। শিশু তাসলিমা চরআড়িয়ারা গ্রামের কামাল শরিফের মেয়ে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মা ঘরের কাজে ব্যস্ত থাকায় তাসলিয়া অজান্তেই ঘর থেকে বেড়িয়ে বাড়ির পাশে মধুমতি নদীর পাড়ে চলে যায়। প্রায় আধঘণ্টা পরে শিশু তাসলিয়ার কথা খেয়াল হলে বাড়ির লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে মধুমতি নদীর ঘাটে তাসলিয়ার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকের মাতম বিরাজ করছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি