ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল  

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৩৮, ২০ আগস্ট ২০২০ | আপডেট: ২৩:৪০, ২০ আগস্ট ২০২০

জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম পলাশের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাউসুল আযম মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ফিরোজ শেখ, আ’লীগ নেতা মিসকাতুল ওয়ায়েজীন লিটু, জেলা পরিষদ সদস্য স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ রিয়াজ মাহমুদ মিশাম, তারিকুল ইসলাম টুটুল, প্রীতিশ বিশ্বাস, নুরুজ্জামান নান্নু, হাসমত আলী, শরিফুল ইসলাম সাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নাজনীন সুলতানা রোজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা,বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনদর্শন, নীতি-আদর্শ, আত্মত্যাগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এদিকে গত ১৬ আগস্ট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ এনামুল হক।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি