ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিলেট, গোপালগঞ্জ ও মেহেরপুর পৌরসভার ভোট গ্রহণ চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ২৫ এপ্রিল ২০১৭

সিলেটের বিয়ানীবাজার, গোপালগঞ্জের মকসুদপুর ও মেহেরপুর পৌরসভার শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোটার উপস্থিতি। সিলেটে মেয়র পদে ৮ জন, সাধারন কাউন্সিলর পদে ৬৯ জন ও নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোপালগঞ্জে মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে মোট ৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেহেরপুরে মেয়র পদে ৪ জন, নারী কাউন্সিলর পদে ১৫ জন ও কাউন্সিরর পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নিরাপত্তা সংকটের কারণে মেহেরপুরের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এদিকে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে ভোট কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সাদা পোশাকে পুলিশ কাজ করছে। বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি