ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিয়ের প্রলোভনে চার বছর ধরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ২১ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:০১, ২১ আগস্ট ২০২০

অভিযুক্ত শেখ মেহেদী হাসান

অভিযুক্ত শেখ মেহেদী হাসান

সাতক্ষীরার কলারোয়ায় এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ চার বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শেখ মেহেদী হাসান নাইচ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। 

এ ঘটনায় ওই স্কুলছাত্রী বাদী হয়ে কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেছেন। 

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইচ তার চাচাতো ভাইয়ের বন্ধু হওয়ার সুবাদে তাদের বাড়িতে যাতায়াত করত। এর মধ্যদিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নাইচ তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এভাবেই কেটে যায় চার বছর। 

সবশেষ, গত ৯ আগস্ট বিয়ের কথা বললে নাইচ অস্বীকার করে। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই শিক্ষার্থী।

আজ শুক্রবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর শারমিন সুলতানা শিখা জানান, ‘মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

এ বিষয়ে জানতে চাইলে ওই নারী জানায়, ‘গত ৪ বছর ধরে সাবেক ছাত্রলীগ নাইচের সাথে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভনে সে আমাকে একাধিকবার ধর্ষণ করে। সবশেষ গত ৩ জুলাই আবারও ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। গত ৯ আগস্ট বিয়ে করবে না বলে হুমকি দেয়। তাই, বিচার চেয়ে মামলা করেছি।’

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি