ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহাসড়কের পাশে মিলল অবসরপ্রাপ্ত পুলিশের লাশ 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১২, ২১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের বড়াইগ্রামে জাবেদ আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি কুন্ডুরভাটা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত আবেদ আলী মেহেরপুর জেলার ঝাউগাড়িয়া এলাকার মৃত কবির খানের ছেলে।

নিহতের ছেলে শরিফ হাসান জানান, ‘তার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। বর্তমানে ব্যক্তিগত দুটি ট্রাক কিনে তা দেখভাল করেন এবং বাড়ি থেকে ঢাকায় মালামাল পরিবহন করেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় তার বাবা জানিয়েছেন ঢাকা থেকে তিনি বাড়ি ফিরছেন। এরপর সন্ধা থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়।’

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কান দিয়ে রক্ত পড়ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।’

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি