ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে ২১ আগস্ট নিহতদের স্মরণে রক্তদান কর্মসূচি

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪১, ২১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ এবং মাগফেরাত কামনায় নড়াইলে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, রক্তদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) সকালে শহরের রূপগঞ্জ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধু স্কোয়াডের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌর মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, সদর হাসপাতালের আরএমও ডাক্তার মশিউর রহমান বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, সাইফুল ইসলাম বাবু, আব্দুর রশিদ মন্নু, তোফায়েল সিকদার, ইমান আলী মিলন, পল্লব বিশ্বাস, প্রতাপ দাস, প্রলয় কীর্তনীয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি