ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪

গ্রেনেড হামলার আসামীদের বিচারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৫, ২১ আগস্ট ২০২০ | আপডেট: ১৭:৪৯, ২১ আগস্ট ২০২০

২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মাষ্টারমাইন্ড তারেক রহমানসহ সকল আসামীর দন্ডাদেশ কার্যকর করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সরাইল উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ। শুক্রবার দুপুরে কুমিল্লা-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,জেলা  আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম.সাইদুজ্জামান আরিফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,আওয়ামী লীগকে ধ্বংস করার জন্যই ২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়েছিল। খুনিরা ভেবেছিলো ১৯৭৫ সালের ১৫ আগষ্ট যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিলো সেভাবে শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে চিরতরে নিচিহ্ন করে দেবে।

বক্তারা গ্রেনেড হামলার মাষ্টারমাইন্ড তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাকেসহ হামলার সাথে জড়িত সকল আসামীর দন্ডাদেশ কার্যকর করার দাবি জানান। মানববন্ধনে জেলা ও সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা অংশ নেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি