ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে ২১ আগস্ট নিহতদের স্মরণ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০১, ২১ আগস্ট ২০২০

প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে ২১ আগস্ট নিহতদের স্মরণ করেছে রাজশাহী আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নগরের কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে ২১ আগস্ট নিহতদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 
এতে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, অ্যাড. আসলাম সরকার, সাবেক দপ্তর সম্পাদক মাহাবুব উল আলম বুলবুল, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সাবেক আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সাবেক মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.ফ ম আ জাহিদ প্রমুখ। 

এআই//আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি