ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৮, ২১ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গায় ২০০৪ সালের ২১ শে আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল পৌনে ছয়টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ২য় তলায় দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে ২১শে আগস্টের গ্রেনেড হামলায়  আইভি রহমানসহ নিহতদের স্মরনে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়রসহ  জেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।

আলোচনা সভা শেষে নিহত ও আহতদের স্মরণে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচলানা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান বিশ্বাস লিটু। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি