ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নড়াইলে মোমবাতি প্রজ্জ্বলন

 নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪৯, ২১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

‘আলোর স্মরণে, কেটে যাক অন্ধকার’-এই স্লোগানে ২১ আগস্ট নিহতদের স্মরণে নড়াইলে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, আওয়ামী লীগ নেতা কাজী জহিরুল হক, অ্যাডভোকেট মাহামুদুল হাসান কায়েস, কাজী বশিরুল হক বশির, হাফিজ খান মিলন, সাইফুল ইসলাম বাবু, সরদার আলমগীর হোসেন আলম, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুর রহমান,জেলা যুবলীগের যুগ্মআহবায়ক গাউসুল আযম মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এসএম পলাশ, দপ্তর সম্পাদক ফিরোজ শেখ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সাবেক সভাপতি কামরুজ্জামান কামালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামিদের ফাঁসির দাবি করেন নেতারা। এর আগে সকালে শহরের রূপগঞ্জ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধু স্কোয়াডের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি,আলোচনা সভা, রক্তদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি