ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ভালুকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৭, ২২ আগস্ট ২০২০ | আপডেট: ১১:৩৩, ২২ আগস্ট ২০২০

ময়মনসিংহের ভালুকার সরকারী কলেজ এলাকায় প্রাইভেটকার ও বাসের সংঘর্ষে  ২ নারী ও ১ শিশুসহ ৬জন নিহত হয়েছে। এ সময় আহত হন আরও দুইজন।
 
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী প্রাইভেটকারের সাথে বিপরিত দিক থেকে আসা ইমাম পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে ৬ যাত্রী ঘটনারস্থলেই মারা যায়। আহত হন বাসের দুই যাত্রী। 

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে। বাসের চালকের বেপরোয়া গতি কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি