ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নড়াইলে প্রতিবেশীর হামলায় আহত কৃষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৫, ২২ আগস্ট ২০২০

নড়াইল সদর উপজেলায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় আহত কৃষক মফিজুর মোল্যা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আজ শনিবার (২২ আগস্ট) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মফিজুর মোল্যা ও মামুন শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধর গত ১৮ আগস্ট সকালে মফিজুর প্রতিবেশী মামুন শেখের মেহগনি গাছের ডাল কাটেন বলে অভিযোগ রয়েছে। 

এ ঘটনায় মামুন শেখের লোকজন মফিজুরসহ তার পরিবারের ওপর হামলা চালায়। এ ঘটনায় একই পরিবারের সাতজন আহত হন। আহতদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার চারদিন পর মফিজুর মোল্যার মৃত্যু হলো।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, ‘মফিজুর মোল্যার মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি