ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৮, ২২ আগস্ট ২০২০

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-সিএনজি চালিত হিউম্যান হলারের সংঘর্ষে সদানন্দ ঘোষ নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। 

আজ শনিবার সকালে উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পবা হাইওয়ে থানার ইনচার্জ লুৎফর রহমান জানান, ‘ঢাকা-রাজশাহী মহাসড়কের গাওপাড়া ঢালান এলাকায় রাজশাহীগামী একটি মালবাহী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই গাড়ির মাঝখানে পড়ে বাইসাইকেল আরোহী সদানন্দ ঘোষ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।’

আহতদের মধ্যে ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি