ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাছ ধরতে পারছেন না শরণখোলার অর্ধ লক্ষাধিক জেলে

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ২২ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

বৈরি আবহাওয়ায় প্রায় ১৫ দিন ধরে মাছ ধরতে পারছেন না শরণখোলার অর্ধ লক্ষাধিক জেলে। সমুদ্র উত্তাল থাকায় জেলেরা ট্রলার নিয়ে আশ্রয় নিয়েছে বঙ্গোপসাগর তীরবর্তী সুন্দরবনে।  

সরেজমিন ঘুরে দেখা যায়, নদী-সাগরে জাল ফেলতে না পেরে বেকার সময় পার করছেন তারা। এমতাবস্থায় দরিদ্র জেলে পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট। আড়তদার ও ট্রলার মালিকরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে দুঃশ্চিন্তায় পড়েছেন।  

অন্যদিকে, করোনাকালীন সময়ে জেলেরা ৬৫ দিন মাছ ধরতে যেতে পারেননি। মৎস্য আড়তদার ও জেলেরা জানিয়েছেন, ইলিশের ভরা মৌসুম অথচ এখনই তারা মাছ ধরতে পারছেন না।  

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি