ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ২২ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:৩০, ২২ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল থেকে অভিনব কায়দায় রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পোর্ট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো,বেনাপোল পৌর এলাকার ভবারবের গ্রামের শাহিন হোসেন (৪০) ও তার স্ত্রী সায়রা খাতুন (৩৬)।
 
পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায় ভবেরবেড় গ্রামের এক বাড়িতে মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনা করছে। এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। 

এসময় ঘরের সিলিং ফ্যানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে শনিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি