ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোরেলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪০, ২২ আগস্ট ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম মনির শুক্রবার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন।  

মোরেলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন,পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। এতে ক্ষেত্রে  চাই সকলের সহযোগিতা। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভুমিকা প্রশংসনীয়। সমাজের নানা ন্যায় অন্যায় সুখ-দুঃখের চিত্র তারা লেখনির মাধ্যমে তুলে ধরেন। সচেতন করেন দেশ ও জাতিকে। 

তিনি আরও জানান, অফিসার ইনচার্জ হিসেবে মোরেলগঞ্জ তৃতীয় থানা। এর আগে তিনি মুজিবনগর ও খুলনার ফুলতলা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। দুই বছরের বেশি সময় ছিলেন জাতিসংঘ মিশনে।  

মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়  সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি