ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কাশিমপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ২২ আগস্ট ২০২০

গাজীপুরের কাশিমপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। দুপুরে কোনাবাড়ি- নরসিংহপুর সড়কের সুড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোস্তাকিন অপু  ময়মনসিংহের ফুলপুর থানার ভাট্টা গ্রামের আব্দুল আজিজ এর ছেলে। কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ  জানায়,  মোস্তাকিন মোটর সাইকেল নিয়ে নরসিংহপুর থেকে কাশিমপুরের সুড়াবাড়ী এলাকার বাসায় ফিরছিল। এসময় রাজধানীর মীরপুর গামী কিরোনমালা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগে । এতে মোটরসাইকেলসহ সড়কের উপর ছিটকে পড়ে মোস্তাকিন। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই স্কুল ছাত্র। বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি