ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের প্রফেসর হাসিনা বেগম আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ২২ আগস্ট ২০২০

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোসাম্মৎ হাসিনা বেগম গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

মৃত্যুকালে তিনি তার স্বামী কুষ্টিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ.কে.এম. জালাল উদ্দিন, একমাত্র সন্তান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী ফারিহা জালাল জেমি সহ অসংখ্য শুভানুধ্যায়ি রেখে গেছেন।

পরদিন ২১ আগস্ট সকাল ১০টায় কুষ্টিয়া পৌর গোরস্তানে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি