ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আখাউড়ায় ইজিবাইকের চার্জ দিতে গিয়ে ২ কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৭, ২২ আগস্ট ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে মো.শরীফ মিয়া (১২) এবং ইসমাইল হোসেন (১৬) নামে ২ কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে পৌর এলাকার কলেজপাড়ায় এবং শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের পৃথক এই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত মো. শরীফ মিয়া আখাউড়ার কলেজ কলেজপাড়ার আলম মিয়ার ছেলে এবং ইসমাইল হোসেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের দানু মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, শরীফ মিয়া ও ইসমাইল হোসেন ২ জন ইজিবাইকের চালক ছিলো। শনিবার বিকেল শরীফ মিয়া তার ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
অপরদিকে শুক্রবার সন্ধ্যায় ইসমাইল তার ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যায়।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রসুল আহমেদ নিজামীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সব ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি