ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৪, ২২ আগস্ট ২০২০ | আপডেট: ২১:৪৭, ২২ আগস্ট ২০২০

ঢাকার নবাবগঞ্জে মো. জিদান (১৪) নামে এক স্কুলছাত্র বিষাক্ত সাপের কামড়ে মারা গেছে। বৃহস্পতিবার রাতে তাকে সাপে কামড় দিলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ঢাকা মিটফোর্ড হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত জিদান উপজেলার তেলেঙ্গা গ্রামের মো. শাহিন মিয়ার ছেলে এবং কৈলাইল টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

জিদানের চাচা মো. ফারুক শনিবার জানান, জিদান পরিবারের সাথে তার নানা বাড়ি উপজেলার পাড়াগ্রাম মধুপুুরে বেড়াতে যান। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাহিরে যাওয়ার জন্য জুতার পড়তে যায় জিহাদ।

এসময় জুতার ভিতরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। প্রথমে স্থানীয় ওঝা ডেকে ঝাঁড়-ফুঁক দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে সে মারা যায়। পরে বিকেলে নিজ এলাকার সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 কেআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি