ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

অপহরণের ১৮ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৬, ২২ আগস্ট ২০২০

অপহরণের ১৮ দিন পেরিয়ে গেলেও এখনও হদিস মেলেনি মিলি দেবনাথ নামে ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর। তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কোড়কদি ইউনিয়নের বাশপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- অপহৃত মিলি দেবনাথের পিতা শ্যামল দেবনাথ, মা মিনতি রানী, ঠাকুরদা মুক্তিযোদ্ধা সুনিল বিশ্বাস। 

তারা জানান, গত ৪ আগষ্ট মিলি বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে গেলে কতিপয় ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে মিলি দেবনাথের আর কোন খোঁজ পাওয়া যায়নি। 

এ ঘটনায় মধুখালী থানায় একটি অপহরণ মামলা করা হয়। কিন্তু সেই মামলায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি এবং মিলিকেও উদ্ধার করতে পারেনি। উপরন্তু অপহরণকারীরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে মানববন্ধন থেকে অভিযোগ করা হয়।

এ বিষয়ে মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম জানান, মিলি দেবনাথের অপহরণের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ মিলি দেবনাথকে উদ্ধার এবং আসামিদের আটকের চেষ্টা চালাচ্ছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি