ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৪, ২২ আগস্ট ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখার লক্ষ্যে শনিবার ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিকের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে । 

এই উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত  অনুষ্ঠানে প্রত্যেক সাংবাদিককে ৫০টি করে মাস্ক, ১০ জোড়া হ্যান্ড গ্লাভস ও ১টি করে হ্যান্ডস্যানিটাইজার দেয়া হয়। 

এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এরিয়ার উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। পরে একইস্থানে একটি পত্রিকার উদ্যোগে প্রত্যেক সাংবাদিকের মাঝে করোনা প্রতিরোধি হোমিও ওষুধ বিতরণ করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি