ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুনামগঞ্জে প্রগতি যুব সংগঠনের ত্রাণ সহায়তা 

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:১১, ২৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

সুনামগঞ্জ দিরাই উপজেলার হাতিয়া প্রগতি যুব সংগঠনের উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী শায়িস্তা মিয়ার অর্থায়নে ২শ’ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। 

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় দিরাই উপজেলার হাতিয়া বড় বাজারে অসহায়দের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

সংগঠনের সভাপতি  আব্দুল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর আহমদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  আতিকুর রহমান, আব্দুল মতলিব খন্ডাই, ফজলু মিয়া, মুরফত মিয়া, মন্নান মিয়া ,আলকাছ মিয়া, তরিকুল, আব্দুর রকিব, শামিম মিয়া, মহিম মিয়া, সামসুজ্জামান মিয়া।

এছাড়াও সংগঠনের উপদেষ্টা কামরুজ্জামান, মামুন, মুশফিকুর রহমান মনির, আলাল, সাজু, ফরহাদ চৌধুরী, সংগঠনের সিনিয়র সহ সভাপতি সোনাহর মিয়া, সহ-সভাপতি মিজু চৌধুরী, সহ-সভাপতি মেহেদী হাসান সুহাগ, সহ-সভাপতি মহিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি