ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনার টিকা পেতে হোমওয়ার্ক চলছে : রাজশাহী ডিজি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৯, ২৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

টিকা আবিস্কার হলে বাংলাদেশ যাতে সাথে সাথে পায় সে হোমওয়ার্ক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খোরশেদ আলম। তিনি বলেন, ‘টিকা আবিস্কার হলে আমরাও পাব। টিকা পেলে কাদের দেয়া হবে তা নিয়েও আমরা কাজ করছি।’

আজ রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মহাপরিচালক। 

এবিএম খোরশেদ আলম বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা রোগের চিকিৎসায় ভাল কাজ করছে। ঢাকার অনেক হাসপাতালের চেয়ে এখানকার ব্যবস্থাপনা ভাল। অন্যান্য রোগের চিকিৎসা এবং অপারেশন আগের চেয়ে একটু কমলেও বেশ ভাল হয়েছে।’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ বছর ধরে ঢুকতে দেওয়া হয়না সাংবাদিকদের এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ‘এজন্য যদি আমি দায়ী হয়ে থাকি- তাহলে আপনাদের কাছে আমি দুঃখিত এবং ক্ষমা চাই। মিডিয়াকে দূরে রেখে কোন কাজ সম্পন্ন করা যাবে না। দেশের মিডিয়া অনেক শক্তিশালী মাধ্যম। সাংবাদিকরা সরকারের স্বাস্থ্যসেবার উন্নয়ন তুলে না ধরলে জনগণ জানবে না। আমরা যতই তুলে ধরিনা কেন, তা জনগণ বিশ্বাস করবে না।’

এ সময় মিডিয়ার সঙ্গে থাকার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অনুরোধ করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ফরিদ হোসেন মিয়া, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য, রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান। 
এআই/এসএ/
 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি