ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিংড়ায় বন্যার্তদের বিশুদ্ধ পানি দিল সেনাবাহিনী

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ২৩ আগস্ট ২০২০

নাটোরের সিংড়ায় বন্যা কবলিত জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে সেনাবাহিনী। আজ রোববার উপজেলার লালোর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেলা ১১টা থেকে এ পানি সরবরাহ করা হয়।  

স্থানীয় আম্রয় কেন্দ্রে আশ্রিতসহ বন্যাকবলিত কয়েকশ’ মানুষ সেনাবাহিনীর সরবরাহকৃত পানি সংগ্রহ করেন। বগুড়া অঞ্চলের ১১ পদাতিক ডিভিশনের নির্দেশনায় এবং ১৭ প্যারা পদাতিক ব্যাটেলিয়নের ব্যবস্থাপনায় এই  বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। 

দিনব্যাপী এই কার্যক্রমে ১৭ প্যারা পদাতিক ব্যাটেলিয়নের মেজর কামরুল, ক্যাপ্টেন শাফায়াত, লেফটেন্যান্টসহ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। এছাড়া পানি সরবরাহ কার্যক্রম চলার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি