ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় টাইম স্কেল কর্তনের প্রতিবাদ শিক্ষকদের 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ২৩ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গায় টাইম স্কেল কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ রোববার বেলা ১১টার দিকে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট চুয়াডাঙ্গা সরকরি কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। 

মানববন্ধনে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেল কর্তন না করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলার জাতীয়করণকৃত শিক্ষক মহাজোটের সমন্বয়ক আশরাফ আলী, আকবর আলী, মশিউর রহমানসহ সব শিক্ষকরা। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি