ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে একজনের মৃত্যু, আক্রান্ত আরও ২১ 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ২৩ আগস্ট ২০২০

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ১৪ জনের প্রাণহানি ঘটল। এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসারসহ জেলায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এর মধ্যে সদর উপজেলায় ১২, বালিয়াডাঙ্গীতে ৬, রাণীশংকৈলে ১ এবং পীরগঞ্জ উপজেলায় ২ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৭৯৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১৩ জন। 

সিভিল সার্জন ডা. মাহাফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, ‘পীরগঞ্জ উপজেলার গুয়াগাওয়ের করোনায় আক্রান্ত ৫০ বছর বয়সী এক ব্যক্তি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগে ভুগছিলেন।’ 
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি