ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতার ২ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ২৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার পৃথক অভিযানে ১৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াছিন মোল্যা (২৭) ও শামিম হোসেন (২৩) কে গ্রেফতার করেছে শার্শার বাগআঁচড়া পুলিশ। 

রোববার সকালে গোগার বিলপাড়া ও বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে তাদের আটক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় একটি মোটর সাইকেলও জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত ইয়াছিন গোগা বিলপাড়া গ্রামের লুৎফর মোল্যার ও শামিম বসতপুর গ্রামের কবির হোসেনের ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আকবর আলী গোগা বিলপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াছিন মোল্যাকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। একই দিন বসতপুর গ্রাম থেকে এএসআই ফিরোজ হোসেন ১২ পিস ইয়াবাসহ শামিমকে গ্রেফতার করে।

অপর এক অভিযানে বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে একটি হাং মোটরসাইকেলসহ ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে এস আই আনোয়ার আজিম। পুলিশের ধাওয়া খেয়ে সাতমাইল পশুহাটের কাছে মোটর সাইকেল ফেলে চালক পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের মধ্যে লুকিয়ে রাখা ১২৫ বোতল ফেনসিডিল পুলিশ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি