ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাংনীতে বৃদ্ধের লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১১, ২৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে পালান বিশ্বাস (৭০) নামের এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চর গোয়ালগ্রামের একটি কবর স্থানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

তিনি ওই গ্রামের মৃত আকুল বিশ্বাসের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান,‘কবরস্থানের পাশে এক বৃদ্ধের লাশ রয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কোমর সমান গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি পাওয়া যায়।

ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বখতিয়ার হোসেন জানান, ‘পালান বিশ্বাস ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন। তার মৃত্যু রহস্যজনক মনে হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।’

এআই//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি