ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৫০, ২৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে র‌্যাব-১২ এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে র‌্যাব-১২ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খায়রুল ইসলামের সার্বিক তত্তাবধানে উপজেলার ভাটপাড়ায় যমুনার তীরে আশপাশের গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে চাল, ডাল,তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এতে গুরুত্ব পায় এলাকার নানা বয়সী প্রতিবন্ধীরা। তাদের হাতে র‌্যাবের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী তুলে দেন রাষ্ট্রের এলিট ফোর্স হিসেবে খ্যাত র‌্যাব-১২ এর মানবিক সদস্যরা। 

ভাটপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত বৃদ্ধ আব্দুল জলিল এই খাদ্য সামগ্রী উপহার পেয়ে র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এবারের বন্যায় খুব কষ্ট হয়েছে। বাধের উপর আশ্রয় নিয়েছিলাম। সে রকম কারো সহায়তা পাইনি। র‌্যাব ভাইয়েরা আজকে আমাদের ডেকে নিয়ে অনেক কিছু দিয়েছে। তারা যেমন দেশকে নিরাপদ রাখতে ভুমিকা পালন করছে। আবার বিপদে আমাদের মত অসহায়দের পাশে দাঁড়িয়েছে। তারা এভাবেই যেন ভালবাসা দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেয়। 

উল্লেখ্য, চলতি বন্যায় গত কয়েক মাসে র‌্যাব-১২ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খায়রুল ইসলামের উদ্যোগে বন্যা দুর্গত বেলকুচি, সিরাজগঞ্জ, কাজিপুর, এনায়েতপুর সহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমান খাদ্য সামগ্রী বন্যা দুর্গত অসহায় কয়েক সহস্রাধিক পরিবারের মাঝে বিতরণ করেছে। অপরাধ দমনের পাশাপাশি তাদের এমন মানবিক উদ্যোগ জেলা জুড়ে প্রশংসা কুড়িয়েছে বলে অভিমত ব্যক্ত করেছে সচেতন মহল। 
কেআই//    
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি