ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পানি প্রযুক্তি ব্যবস্থাপনা ও টেকশইকরণ বিষয়ক কর্মশালা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৪৬, ২৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

কলারোয়ায় নগর সমন্বয় কমিটি টিএলসিসি ওয়াশ পরিকল্পনা বাস্তবায়নে পানি প্রযুক্তি ব্যবস্থাপনা ও টেকশইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে ওই কর্মশালাটি পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়। 

পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন,পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, লুৎফুন নেছা, মেজবাহউদ্দিন লিলু, আকিমুদ্দিন আকি, এসএম মফিজুল হক,সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম সোহরাওয়ার্দী হোসেন, পৌরসভার ইমরুল ইসলাম, টিএলসি সদস্য শেখ শহিদুল ইসলাম,সন্তোষ কুমার পাল, শিলা রাণী হালদার,জুলফিকার আলী, উপজেলা প্রাকটিক্যাল এ্যাশনের প্রোগ্রাম কর্মকর্তা শাহানাজ পারভীন মিনা সহ কমিটির অন্যান্যে সদস্যবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের আমাদের কলারোয়া প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব হোসেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি