ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গুরুদাসপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৯, ২৪ আগস্ট ২০২০

নাটোরের গুরুদাসপুরে মাদকসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। রোববার (২৩ আগস্ট) রাতে চন্দ্রপুর তুলাধুনা গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, ২ কেজি গাঁজা ও মাদক বিক্রয়লব্ধ ৭ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার গোকুলনগর গ্রামের মাদুল মৃধার ছেলে মেহেদী হাসান (২৪) ও গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২৭)।  

সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতরাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরের চন্দ্রপুর তুলাধুনা গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তারা জব্দকৃত গাঁজা বিক্রির জন্য নিজ হেফাজতে রাখে বলে স্বীকার করেছে। এ ঘটনায়  গুরুদাসপুর থানায় মামলা রুজু হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি