ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনাক্রান্ত এমপি মনসুরকে

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১২, ২৪ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:৫৮, ২৪ আগস্ট ২০২০

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এর সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. মনসুর রহমান

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এর সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. মনসুর রহমান

করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানকে ঢাকায় আনা হয়েছে। সাংসদ মনসুরের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ সোমবার সকাল ১০টায় বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়।

এমপি মনসুরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে বলে তার ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম জানিয়েছেন। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘গত ২২ আগস্ট (শনিবার) রাজশাহী মেডিকেল কলেজ ভাইরোলজী ল্যাবে সাংসদ ডা. মনসুর রহমানের নমুনা পরীক্ষা হয়। এতে তার করোনা পজিটিভ আসে। পরদিন দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ভিআইপি কেবিন-১ এ আইসোলেশনে রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

এমপির ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম বলেন, ‘সাংসদ ডা. মনসুর রহমান করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলেন। এরপর তাকে আজ সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী শাহমুখদম বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।’

এআই//এমবি  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি