ঢাকা, রবিবার   ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে ১৩ লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১১, ২৪ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

কক্সবাজারের বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এ সময় দুই রোহিঙ্গাকে আটকের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।  

রোববার (২৩ আগস্ট) গভীর রাতে মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার সদরের খুরুশকুলের মাঝির ঘাট এলাকায় প্রবেশের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির-১৩ এর এইচ-১৬  ব্লকের মো. বশির আহমদের ছেলে মো. আয়াজ (৩৪) ও সদর উপজেলার দক্ষিণ হাজীপাড়ার বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে মো. বিল্লাল (৪৫)।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন র‌্যাবে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার।  

তিনি বলেন, ‘আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ইয়াবা পাচারের সাথে ট্রলার মালিকদের একটি অংশও জড়িত বলে জানা গেছে। চলতি মাসে এখন পর্যন্ত ১৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি