ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৪, ২৪ আগস্ট ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে আরফাজ মিয়া(৪৫) নামে সিএনজি চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার সকালে নাসিরনগর-সরাইল সড়কের কুন্ডা সিএনবি পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী চালক ও হেলপারসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়,সোমবার সকালে কাহেতুরা থেকে একটি সিএনজি সরাইল যাওয়ার পথে ট্রাক্টরের সাথে উপজেলার কুন্ডা সিএনবি পাড়ায় মুখোমুখি সংর্ঘষে সিএনজি চালক আরফাজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এসময় সানু মিয়া নামে একজন আহত হয়। নিহত আরফাজ কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। 

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, নিহত সিএনজি চালল আরফাজের  লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ট্রাক্টর চালকসহ তিনজনকে আটক হয়েছে। 
কেআই//  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি