ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৯, ২৪ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম রিমন চৌধুরী (১৩)। রোববার রাতে উপজেলার কাইমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিমন চৌধুরী কাইমপুর গ্রামের মো. মোজাম্মেল চৌধুরীর ছেলে। সে কাইমপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
 
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রিমন তার বাড়ির ছাদে উঠে টেলিভিশনের এন্টিনার অ্যালোমুনিয়ামে তার সংযুক্ত করার সময় ছাদের ডিস লাইনে বিদ্যুৎ চলে আসলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দীর্ঘক্ষণ ছাদ থেকে ফিরে না আসায় রিমনের মা ছাদে গিয়ে দেখে তার ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছে। তাঁর মায়ের আর্তচিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা গিয়ে দেখতে পান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিমন মৃত অবস্থায় পড়ে আছে।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হওয়ার বিষয়টি জেনেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হওয়ার বিষয়টি জেনেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি