ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০০, ২৪ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় হানেফ জোয়ার্দ্দার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার উপজেলার জয়রামপুর রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত হানেফ জোয়ার্দ্দার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ইদবারী জোয়ার্দ্দারের ছেলে। সে দীর্ঘদিন দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে বসবাস করতেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাউলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম জানান, হানেফ জোয়ার্দ্দার সকালে বাই-সাইকেলে করে রেললাইনের পাশের রাস্তা ধরে জয়রামপুর বিলে মাছ ধরতে যাচ্ছিলেন। সে রেলস্টেশনের অদুরে কেটোপুল নামক স্থান দিয়ে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবসত খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭১৫ আপ আন্ত:নগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। 

খবর পেয়ে তার পরিবারের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি