ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নড়াইলে করোনা আক্রান্ত যুবকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩১, ২৪ আগস্ট ২০২০

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নড়াইলে লিমন মুন্সী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। লিমন লোহাগড়ার উত্তরপাংখারচর গ্রামের কাবুল মুন্সীর ছেলে।

পরিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ দিন ধরে জ্বরসহ করোনা উপসর্গ ভুগছিলেন লিমন। বাড়িতেই চিকিৎসা চলছিল। তবে অবস্থার অবনতি হলে গত ২২ আগস্ট সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার করোনা পজেটিভ পাওয়া যায়।
 
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রিপন কুমার ঘোষ জানান, লিমন মুন্সী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি