ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শাহজাদপুরে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৮, ২৪ আগস্ট ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের শাহালমের শিশুপুত্র নাহিদ (৭) ও কৈজুরী ইউনিয়নের জয়পুরা গ্রামের আব্দুস সালামের শিশুপুত্র রাফি (২)। 

এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে শিশু নাহিদ বাড়ির এদিন দুপুরে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর পানির ভেতর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 

অপরদিকে, একই সময়ে জয়পুরা গ্রামে ২ বছর বয়সী শিশু রাফিকে বাড়িতে রেখে তার মা পাশের বাড়ি যায়। পরে ঘুরে এসে রাফিকে কোথাও না পেয়ে খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশে বন্যার পানি থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এই দুই শিশুর এমন করুণ মৃত্যতে এলাকাজুড়ে শোক বিরাজ করছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি