ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত ৩৬টি হ্যান্ড গ্রেনেড ধ্বংস করেছে সেনাবাহিনী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৯, ২৪ আগস্ট ২০২০ | আপডেট: ২১:৪০, ২৪ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গায় পৌর এলাকার সাতগাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ৩৬ হ্যান্ড গ্রেনেড ধ্বংস করেছে সেনাবাহিনী। সোমবার চুয়াডাঙ্গার ছাগল ফার্মের পাশে উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডগুলো ধ্বংস করা হয়।

যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মেহেদী হাসান রায়হানের নেতৃত্বে ১২ সদস্যের একটি বোমা ডিসপোজাল ইউনিটের টিম বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে গ্রেনেডগুলো ধ্বংস করে।

বোমাগুলো নিষ্ক্রিয় করার সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীরসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২০ জুলাই বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি হিজড়াপাড়াস্থ জৈনক আকুব্বরের বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬ হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে সদর থানার এসআই আহসানুর রহমান।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি