ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৩, ২৪ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে রাজ্জাক মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাজ্জাক মল্লিক নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। প্রায় ২৫ বছর আগে তিনি ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,সোমবার সন্ধ্যায় রাজ্জাক মল্লিক কামালপ্রতাপ গ্রামে নিজ বাড়িতে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তবে হত্যাকান্ডের সময় তার স্ত্রী বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে যান। আর তার দুই এলাকার বাইরে কর্মস্থলে থাকেন।  

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, কে বা কারা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত, তা উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় রাত সাড়ে ৯টা পর্যন্ত কেউ আটক হয়নি। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি