ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কাজলা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু 

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১৯, ২৪ আগস্ট ২০২০

মেহেরপুরে কাজলা নদীতে ডুবে মাহফুজ (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টায় নদী থেকে তাকে উদ্ধার করা হয়। 

মাহফুজ মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের ছোট খোকনের ছেলে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা জানান,মাহফুজ সোমবার বিকাল ৪ টায় খোকসা গ্রামের কাজলা নদীতে মাছ ধরতে নামে এরপর কচুরিপানায় আটকে তার মৃত্যু হয়। বাড়ি ফিরতে দেরি হওয়ার পরিবারের সদস্যরা নদীতে খোঁজ করতে গিয়ে কচুরিপানার সাথে জড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

মেহেরপুর সদর থানার ওসি শাহ মো.দ্বারা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি