ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে নিজ বাসায় মিলল মা ও ছেলের গলাকাটা লাশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৮, ২৫ আগস্ট ২০২০

চট্টগ্রাম নগরীর নিজ বাসা থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরীর পুরাতন চান্দগাঁও এলাকাস্থ নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মা গুলনাহার বেগম (৩৫) এবং তার ছেলে মো. রিফাত হোসেন (৯)। চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর পুরাতন চান্দগাঁওস্থ টিন শেডের সেমি পাকা একটি ঘরের ভেতর শৌচাগারে গুলনাহারের লাশ পড়ে ছিল। গুলনাহারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আর মেঝেতে পড়ে ছিল তার ছেলে রিফাতের গলা কাটা লাশ।

নিহত গুলনাহার এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই বাসায় থাকতেন। তার বড় মেয়ে গার্মেন্টসে চাকরি করেন। ঘটনার সময় তিনি কর্মস্থলেই ছিলেন বলে জানা যায়।

গার্মেন্টস থেকে থেকে বাসায় ফিরে এসে তিনি মা ও ছোট ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, হত্যার কারণ এবং হত্যাকারী সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। শীঘ্রই জানা যাবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি