ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ফেনীতে গণপরিবহনে নৈরাজ্য, নেই স্বাস্থ্যবিধির বালাই (ভিডিও)

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৩, ২৫ আগস্ট ২০২০

ফেনীতে গণপরিবহনে চলছে নৈরাজ্য। মহিপাল টার্মিনাল থেকে চলাচলকারী বেশিরভাগ গণপরিবহন মানছে না স্বাস্থ্যবিধি। অধিকাংশ মালিক করোনাকে পুঁজি করে বেশি লাভের আশায় এমনটি করছেন বলে অভিযোগ করেন যাত্রীরা। তবে যাত্রীদের মধ্যেও এ বিষয়ে সচেতনতা কম।

সরেজমিন ঘুরে দেখা যায়, যানবাহনগুলোতে যাত্রী বহন হচ্ছে গাদাগাদি করে। সব যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ। এ নিয়ে যাত্রী ও পরিবহন কর্মীরা জড়িয়ে পড়ছেন বাকবিতন্ডায়।

যাত্রীরা বলছেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী দুই সিটে একজন করে বসার কথা, কিন্তু ভাড়া ঠিক নিলেও দুই সিটেই লোক বসানো হচ্ছে। কোন স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রী ওঠানো হচ্ছে। আবারও বেশিরভাগ সময় ডাবল ভাড়া নেয়া হচ্ছে।’

তাই, বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান যাত্রীরা। 
 
এদিকে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে জানিয়ে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমরা সতর্ক অবস্থায় আছি। নিয়ম ভঙ্গকারীদের একাধিকবার জরিমানাও করা হয়েছে। যদি প্রয়োজন হয় আমরা আরও কঠোর হবো।’

একইসঙ্গ গণপরিবহন ব্যবহারকারীদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি