ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নড়াইলে ভিশন ডিশলাইনের গ্রাহকরা পাবেন ইন্টারনেট সুবিধা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ২৫ আগস্ট ২০২০

নড়াইলে ভিশনের ডিজিটাল ডিশ লাইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকায় উৎসব ভবন মিলনায়তনে কেক কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল ভিশন ডিজিটাল ডিশলাইনের স্বত্ত্বাধিকারী ও জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান। 

এছাড়া ডিজিটাল ডিশলাইনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ওয়াহিদুজ্জামান বলেন, ‘এখন থেকে নড়াইলবাসী সুন্দর ঝকঝকে ছবি দেখতে পাবেন। নড়াইল ভিশন ডিজিটাল ডিশ লাইন যেখানে থাকবে, সেখানে স্বল্প খরচে গ্রাহকরা ইন্টারনেট সুবিধা পাবেন।’

তিনি বলেন, ‘তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে গেছে। এরই ধারাবাহিকতায় দেশের মানুষ প্রায় সব ক্ষেত্রে ডিজিটাল সেবা পাচ্ছেন। আমরাও এর সুফল থেকে পিছিয়ে থাকতে চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে সুফল টেলিভিশন দর্শকদের কাছেও পৌঁছে দিতে চাই। সেই লক্ষ্যে ‘নড়াইল ভিশন ডিশ লাইন’ ডিজিটালে রূপান্তর করা হলো।’

এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জাামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, নড়াইল জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম মুনীর চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সাংগঠনিক সম্পাদক একুশে টেলিভিশনের নড়াইল প্রতিনিধি ফরহাদ খানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ছাড়াও ডিশ লাইনের ফিডমালিক, অপারেটরসহ বিভিন্ন পেশার মানুষ। 

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি